শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
No menu items!
Call for ad
Homeআন্তর্জাতিকপুতিনকে যুদ্ধ বন্ধের অনুরোধ মোদির

পুতিনকে যুদ্ধ বন্ধের অনুরোধ মোদির

পুনরায় নির্বাচিত হয়ে প্রথম বিদেশ সফরে রাশিয়া অবস্থান করছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক নৈশভোজেও অংশ নিয়েছেন তিনি। সে সময় তিনি ইউক্রেনে আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, পুতিনের সঙ্গে বৈঠকে মোদি জানিয়েছেন কূটনৈতিক পথেই ইউক্রেন সংকট সমাধান করতে হবে। তিনি বলেছেন, ভারত সবসময়ই জাতিসংঘের সনদ, সার্বভৌম অধিকারকে সম্মান করে। যুদ্ধ কোনো সমাধান নয়, সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংকট সমাধান করতে হবে।

রুশ বার্তা সংস্থা আরটির এক প্রতিবেদনে বলা হয়, মোদির এই অবস্থানের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন পুতিন। তিনি বলেছেন, ‘গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বলা ও সমাধানের চেষ্টা করায় আপনাকে ধন্যবাদ।’

জবাবে মোদি বলেন, ‘গতকাল আমরা চার-পাঁচ ঘণ্টা কথা বলেছি। খুবই ঘরোয়া ও আন্তরিক পরিবেশে আমাদের আলোচনা হয়েছে। ভ্লাদিমির পুতিন আমার পরামর্শ মনোযোগ দিয়ে শুনেছেন। আমরা পরষ্পরকে সম্মানের সঙ্গে কথা বলেছি।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর এবং গত মাসে রেকর্ড তৃতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর এটিই প্রধানমন্ত্রী মোদির প্রথম রাশিয়া সফর। তৃতীয় মেয়াদে নির্বাচিত হওয়ায় মোদিকে অভিনন্দন জানান পুতিন। বলেন, পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তিনি প্রমাণ করেছেন যে, ভারতের স্বার্থকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তিনি কার্যকর ভূমিকা রেখেছেন।

এইরকম আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপণ -
advertise

সর্বাধিক পঠিত