মঙ্গলবার, ফেব্রুয়ারি ৪, ২০২৫
No menu items!
Call for ad
Homeবাংলাদেশড. ইউনূসের মামলায় লড়বেন না আইনজীবী খুরশীদ আলম

ড. ইউনূসের মামলায় লড়বেন না আইনজীবী খুরশীদ আলম

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ড. ইউনূসের বিপক্ষে করা মামলায় আইনি লড়াই করবেন না বলে জানিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান।আজ সোমবার এ তথ্য নিশ্চিত করেন তিনি। এরই মধ্যে অবশ্য নতুন আইনজীবী নিয়োগ দিয়েছে কলকারখানা প্রতিষ্ঠান ও পরিদর্শন অধিদপ্তর।খুরশীদ আলম খান বলেন, ‘এ মামলায় আমি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পক্ষে মামলায় সংযুক্ত আছি। কিন্তু আমি শুনেছি, এ মামলায় আরেকজন আইনজীবী নিয়োগ দেয়া হয়েছে। আমি যখন কোনো মামলা লড়ি, সেটা আমার মতো করেই প্রস্তুতি নিই। কিন্তু আরেকজন হলে আমি আমার মতো করে করতে পারি না।এ মামলায় আপনি থাকবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি থাকব না।এদিকে জানা যায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সৈয়দ হায়দার আলীকে ড. মুহাম্মদ ইউনূসের মামলায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শকের পক্ষে সরকার নিয়োগ দেয়।এ বিষয়ে জানতে চাইলে সৈয়দ হায়দার আলী বলেন, ‘গত সপ্তাহে আমাকে নিয়োগ দেয়া হয়েছে। আশা করছি ভালোভাবেই মামলায় অংশ নিতে পারব।ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলাটি শ্রম আদালতে বিচারাধীন রয়েছে।

এইরকম আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপণ -
advertise

সর্বাধিক পঠিত