মঙ্গলবার, ফেব্রুয়ারি ৪, ২০২৫
No menu items!
Call for ad
Homeবাংলাদেশজাকার্তায় রাষ্ট্রপতির সঙ্গে আইওআরএ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ

জাকার্তায় রাষ্ট্রপতির সঙ্গে আইওআরএ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ

ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সেক্রেটারি জেনারেল ড. সালমান আল ফারিসি আজ বুধবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।ইন্দোনেশিয়ার জাকার্তা কনভেনশন সেন্টারে (জেসিসি) এ বৈঠক অনুষ্ঠিত হয়।রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, সাক্ষাৎকালে সেক্রেটারি জেনারেল আইওআরএর কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।আইওআরএর উন্নয়নে বাংলাদেশের গৃহীত উদ্যোগের প্রশংসা করে তিনি সংস্থাটির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।তিনি বলেন, তারা স্থলবেষ্টিত দেশগুলোকেও সহায়তা করার পরিকল্পনা করছে।বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নকে একটি মাইলফলক হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, অনেক দেশ এখন বাংলাদেশ থেকে অনুপ্রাণিত। আইওআরএর উন্নয়নে বাংলাদেশ বড় ভূমিকা রাখবে বলে তিনি আশ্বস্ত করেন।পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম এবং রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা এ সময় উপস্থিত ছিলেন।ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) একটি গতিশীল আন্তঃসরকারি সংস্থা, যার লক্ষ্য হচ্ছে- এর ২৩টি সদস্য রাষ্ট্র ও ১১টি সংলাপ অংশীদারের মাধ্যমে ভারত মহাসাগর অঞ্চলে আঞ্চলিক সহযোগিতা ও টেকসই উন্নয়ন জোরদার করা।

এইরকম আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপণ -
advertise

সর্বাধিক পঠিত