বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ২ মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১৮ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।‘ভুয়া’ জন্মদিন উদযাপন ও মুক্তিযুদ্ধকে ‘কলঙ্কিত’ করার অভিযোগে দায়ের করা মানহানির পৃথক মামলায় অভিযোগ গঠনের জন্য এ দিন ধার্য করেন আদালত।বৃহস্পতিবার ২ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। তবে খালেদা জিয়া অসুস্থ থাকায় তার পক্ষে সময়ের আবেদন করেন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দির সময়ের আবেদন মঞ্জুর করে নতুন এ দিন ধার্য করেন। ২০১৮ সালের ৩১ জুলাই এ দু’মামলায় ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ খালেদা জিয়ার জামিন মঞ্জুর করেন।
খালেদার বিরুদ্ধে ২ মামলায় অভিযোগ গঠনের শুনানি ১৮ অক্টোবর
0
41
এইরকম আরও