বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
No menu items!
Call for ad
Homeখেলাধূলাঅস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস আফগানিস্তানের

অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস আফগানিস্তানের

ওয়ানডে বিশ্বকাপে কাছাকাছি গিয়েও পারেনি। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিলো আফগানিস্তান। টিকে থাকার লড়াইয়ে ব্যাটাররা এনে দেন লড়াকু স্কোর। এরপর গুলাবদিন নাইব, নাভিন উল হকদের বোলিংয়ে সেটা ডিফেন্ড করে অজিদের বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নিলো আফগানরা। যে কোনো বিশ্বকাপ তো বটেই অজিদের বিপক্ষে যে কোনো সংস্করণেই এটাই আফগানদের প্রথম জয়।

আজ সেন্ট ভিনসেন্টে অস্ট্রেলিয়াকে ২১ রানে হারিয়েছে আফগানিস্তান। আগে ব্যাটিং করে ১৪৮ রান করে তারা। সর্বোচ্চ ৬০ রান করেন গুরবাজ। এছাড়া ৫১ রান আসে ইব্রাহীম জাদরানের ব্যাট থেকে। এরপর গুলাবদিনের দুর্দান্ত বোলিংয়ে অজিদের ১২৭ রানে গুটিয়ে দেয় আফগানরা। গুলাবদিন ৪টি ও নাভিন নেন ৩ উইকেট।

এছাড়া রাশিদ খান ও মোহাম্মদ নবী নেন ১টি করে উইকেট।
এই জয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখলো আফগানিস্তান। একই সঙ্গে আসরে টিকে রইলো বাংলাদেশও। ফলে গ্রুপ ওয়ানের শেষ দুটি ম্যাচ ভারত-অস্ট্রেলিয়া ও আফগানিস্তান-বাংলাদেশ এখন অঘোষিত নকআউট।

এইরকম আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপণ -
advertise

সর্বাধিক পঠিত